ফারুক আহমদ, উখিয়া:
এর আগে শত শত দলীয় নেতাকর্মী মরিচ্যা ষ্টেশনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চত্বরে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, শ্রমিকলীগ নেতা মেম্বার সরওয়ার বাদশা। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, মহিলা মেম্বার জয়নাব বেগম লিপি, নজির আহমদ, পরিতোষ বড়–য়া, মেম্বার আলী মিয়া, যুবলীগ নেতা জসিম আহমদ, উখিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মামুনুর রশিদ, মনজুর আলম, ছালামত উল্লাহ, সরওয়ার কামাল, এম নুরুল আবছার বাবুল, মোহাম্মদ শাকিল প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সাংসদ বদির এতই জনপ্রিয়তা শেখ হাসিনা নির্বাচনে দাঁড়ালেও বদির নিকট পরাজিত হবেন এ ধরনের বক্তব্য কিভাবে প্রদান করল তা তদন্ত করে আসল ঘটনা উদঘাটনের দাবী জানান।