প্রকাশিত: ১১/০৭/২০১৬ ৫:৫৯ পিএম

2015_11_08_15_27_04_8Oejvw4MrPwmtuJDA9FNaOnAEXyyOs_originalঢাকা : কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সমাবেশের সময় হঠাত করেই বৃষ্টি হানা দেয়। এ সময় গা ভেজার ভয়ে দলীয় নেতাকর্মীরা এদিক সেদিক চলে যেতে শুরু করে। আর তাতেই কিনা নেতাকর্মীদের এক হাত নিলেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নেতাকর্মীদের উপর রাগ ঝেড়ে তিনি বলেন, ‘এখানে আমরা খেলা করতে আসি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত জেগে অপারেশন চালাতে পারেন। জঙ্গি দমনের পরিকল্পনা করতে পারেন। আর আপনারা একটু বৃষ্টিতে ভিজে বসতে পারেন না। দৌড়ে পালান।’

সোমবার (১১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলীয় জোট আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসিম বলেন, ‘যারা এখানে বসবেন না, চলে যান। আমরা এখানে খেলতে আসি নাই। জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে এসেছি।’

নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী রাতে জেগে জঙ্গি দমন করেন। আর আমরা একটা দিন কষ্ট করতে পারছি না। আমাদের ছেলেরা জীবন দিচ্ছে, পুলিশ মারা যাচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছি।’

এর আগে বিকেল ৩টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সূচনা বক্তব্যের মাধ্যমে সমাবেশ শুরু হয়।  কয়েকজন বক্তার বক্তব্যের পর বৃষ্টির কারণে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হলে সভাপতির আসন ছেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

বাংলামেইল

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...