প্রকাশিত: ১১/০৭/২০১৬ ৫:৫৯ পিএম

2015_11_08_15_27_04_8Oejvw4MrPwmtuJDA9FNaOnAEXyyOs_originalঢাকা : কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সমাবেশের সময় হঠাত করেই বৃষ্টি হানা দেয়। এ সময় গা ভেজার ভয়ে দলীয় নেতাকর্মীরা এদিক সেদিক চলে যেতে শুরু করে। আর তাতেই কিনা নেতাকর্মীদের এক হাত নিলেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নেতাকর্মীদের উপর রাগ ঝেড়ে তিনি বলেন, ‘এখানে আমরা খেলা করতে আসি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত জেগে অপারেশন চালাতে পারেন। জঙ্গি দমনের পরিকল্পনা করতে পারেন। আর আপনারা একটু বৃষ্টিতে ভিজে বসতে পারেন না। দৌড়ে পালান।’

সোমবার (১১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলীয় জোট আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসিম বলেন, ‘যারা এখানে বসবেন না, চলে যান। আমরা এখানে খেলতে আসি নাই। জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে এসেছি।’

নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী রাতে জেগে জঙ্গি দমন করেন। আর আমরা একটা দিন কষ্ট করতে পারছি না। আমাদের ছেলেরা জীবন দিচ্ছে, পুলিশ মারা যাচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছি।’

এর আগে বিকেল ৩টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সূচনা বক্তব্যের মাধ্যমে সমাবেশ শুরু হয়।  কয়েকজন বক্তার বক্তব্যের পর বৃষ্টির কারণে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হলে সভাপতির আসন ছেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

বাংলামেইল

পাঠকের মতামত

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...