ফারুক আহমদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া আওয়ামীলীগের অবহেলিত ত্যাগী ও তৃণমূল কর্মীদের এক মতবিনিময় সভা রবিবার (১৬ সেপ্টেম্বর) উখিয়া প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ তাঁতিলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও বাংলাদেশ সমবায় শিল্প সমিতি লিমিটেড এর চেয়ারম্যান এবং উখিয়া টেকনাফ আসনের মনোনয়ন প্রত্যাশী সাধনা দাশ গুপ্তা।
তাঁতীলীগ উখিয়া শাখা আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জমির উদ্দিন, উখিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট রবিন্দ্র দাশ রবি।
উখিয়া টেকনাফ আসনের মনোনয়ন প্রত্যাশী নারী জাগরণের মহিলা নেত্রী সাধনা দাশ গুপ্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে ৯ বছরের অধিক সময় রাষ্ট্র পরিচালনায় দেশে অভূর্তপূব উন্নয়ন, শিক্ষার অগ্রগতি, নারীর ক্ষমতায়ন ও দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ আজ বিশ্বে দৃশ্যমান। বিশেষ করে চলে যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এমন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীর সারাদেশে মাদক নির্মূলে যে অভিযান পরিচালনা করছে যা রীতিমত জিহাদ ঘোষনা। আমাকে মনোনয়ন দেওয়া হলে নির্বাচিত হয়ে উখিয়া-টেকনাফকে মাদক মুক্ত করব। উখিয়া তাঁতীলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি ডাক্তার সুলেমান, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মনু, বিভাগীয় সমন্বয়কারী কাজী জাফর আলম ভূলু প্রমূখ।
চট্টগ্রামে চকবাজার থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন ...
পাঠকের মতামত