প্রকাশিত: ০৭/০৪/২০১৭ ৯:৫৮ পিএম

সংবাদদাতা
শেষ মুহুর্তে প্রশাসনিক বাঁধায় বন্ধ হয়ে গেল কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার প্রাক্তনদের মিলনমেলা। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টায় মাদরাসা মাঠে মিলনমেলা হওয়ার কথা। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে অয়োজক কমিটি। কিন্তু বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের বিশেষ শাখার সদস্যরা গিয়ে অনুষ্ঠান না করতে নির্দেশ প্রদান করে। যে কারণে শেষ বেলায় প- হয়ে গেল দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রাক্তনদের মিলনমেলা।
এদিকে অনুষ্ঠানের সকল আয়োজন করেও শেষ মুহুর্তে প্রতীক্ষিত মিলনমেলা বন্ধ হয়ে যাওয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। সাথে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তবে, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে শীগ্রীই নতুন দিন তারিখ ঠিক করে জানিয়ে দেয়া হবে।
প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মাওলানা নজরুল ইসলাম ও সদস্যসচিব অধ্যাপক ছৈয়দ নূর যুক্ত বিবৃতিতে বলেন, মিলনমেলা অনুষ্ঠানের বিষয়ে যথা সময়ে প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে সম্মতি পাওয়ায় অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু শেষ বেলায় প্রশাসনিক বাঁধার মুখে বহু আগ্রহের মিলনমেলা করতে না পারায় সবার মাঝে হতাশা দেখা দেয়। তারা জানান, অনুষ্ঠানের দিন অনেকে সকালে অনুষ্ঠানে এসে ফেরত গিয়েছে। এ জন্য অয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অতি শিগ্রীই নতুন তারিখ ধার্য্য করে হবে বলেও জানানো হয়। সুত্র ,সিবিএন

পাঠকের মতামত

প্রবারণা পূর্ণিমা উদযাপনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী

ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, রামুসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য ...

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, বাংলাদেশিসহ গুলিবিদ্ধ ৫

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক বাংলাদেশিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।ক্যাম্প অভ্যন্তরের থাকা ...

রামু সরকারি কলেজে প্রতিবেদন দেওয়ার কথা ৩ দিনে, ২ সপ্তাহেও চিঠি পাননি তদন্ত কর্মকর্তা

কক্সবাজারের রামু সরকারি কলেজের অচলাবস্থা নিরসনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য গত ১ অক্টোবর ...

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করতে মালয়েশিয়া যাচ্ছিল দুই তরুণী

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে পুলিশ ১২ রোহিঙ্গা নারী-পুরুষসহ ২০ জনকে ...

উখিয়ায় উন্মুক্ত কারাগারের জায়গা পরিদর্শনে নবনিযুক্ত ‘আইজি প্রিজন্স’

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জায়গা ও জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ...