রোববার, ২৪ নভেম্বর ২০২৪
প্রাথমিক সমাপনীতে ৯২.৮৯% পাস
প্রকাশিত - ডিসেম্বর ২৯, ২০১৬ ১১:১৬ এএম
নিউজ ডেস্ক ::
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন।
এরপর দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রী বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন।
ফলাফলে দেখা গেছে, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৮৯। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ শিক্ষার্থী।
প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার পরীক্ষার্থী ছিল ২৯ লাখ ৩৪ হাজার ১১৮ জন। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬৭৩ জন।
গত ২০ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।
Copyright © 2024 UkhiyaNews.Com. All rights reserved.