চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে কার্য নির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন এডভোকেট সাজ্জাদ হোসেন। শনিবার (৩ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে এডভোকেট সাজ্জাদ হোসেন ৫৪০ ভোট পেয়েছেন। ২০১৬-১৬ মেয়াদের এ নির্বাচনে ভোটগ্রহন চলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের কেসিদে রোড ক্যাম্পাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত কার্য নির্বাহী কমিটির নির্বাচনে আটটি সম্পাদকীয় ও সাতটি সদস্য পদের প্রার্থী ছিলেন ২১ জন। সংগঠনের বিধিমালা অনুযায়ি নির্বাচনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১৯টি ব্যাচের ¯œাতক উত্তীর্ণ ১ হাজার ৭০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে কার্য নির্বাহী সদস্য পদে বিজয়ী এডভোকেট সাজ্জাদ হোসেন কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর গ্রামের আলহাজ্ব দুদু মিয়ার ছেলে। তিনি ২০০৬ সালে এসএসসি, ২০০৮ সালে এইসএসসি, ২০১৩ সালে এলএলবি (অনার্স) ২০১৩ এবং ২০১৪ সালে এল এলএম পাস করেন। নির্বাচনে মোট ভোটাধিকার প্রয়োগ করেন ৮৬৭ জন ভোটার । এরমধ্যে এডভোকেট সাজ্জাদ হোসেন পান ৫৪০ ভোট।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১-১৯তম ব্যাচের ছাত্র ছাত্রীরা এ নির্বাচনে ভোটার ছিলেন। প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কক্সবাজার এর সিনিয়র সহকারী জজ মনসুর সিদ্দিক, চট্টগ্রাম এর মহানগর হাকিম আবু সালেহ নোমান, সহকারী জজ নবনিতা গুহ লোচন।
নির্বাচনে ১৫টি পদে বিজয়ীরা হলেন, সভাপতি পদে মোহাম্মদ ইমরান, সহ-সভাপতি পদে মোহাম্মদ সোয়েব উদ্দীন খান, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান শিমুল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিকো বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে মারুফ বিন কাশেম ও দপ্তর সম্পাদক পদে মোশারফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সম্পাদকীয় বাকী দুইটি পদের মধ্যে অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দীন ৪৪২ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্কারম হোসেনকে (৪০৪) হারিয়ে বিজয়ী হন। আর সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক পদে মোঃ ওসমান গণি ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মেজবাহ উদ্দীন (৪০২)। সংগঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সাত সদস্য হলেন মোহাম্মদ রেজাউল করিম (৬১১), আবদুল মোনায়েম (৫৯৮), মোরশেদা খানম (৫৮৬), ইমতিয়াজ হোসাইন (৫৬৪), মোহাম্মদ রায়হান উদ্দীন (৫৪৯), সাজ্জাদ হোসেন (৫৪০) ও ইশতিয়াক আহমদ (৫৩৮)।
উল্লেখ্য চট্টগ্রাম নগরীর বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ে প্রথমবাবের মতো প্রাক্তন ছাত্র ছাত্রীরা গনতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করলেন।