আগামী ২৭ জুলাই শনিবার অনুষ্ঠিতব্য কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ও উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে অপরাধের বিচার করতে ২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।২টি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ হলেন-ফতেখাঁরকুল ইউনিয়নে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা এবং রাজাপালং ইউনিয়নে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ।
সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব একরামুল হক শামীম স্বাক্ষরিত বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের কাছে প্রেরিত এক পত্রে কক্সবাজারের জন্য ২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ একইদিন অনুষ্ঠিতব্য দেশের ১১৪ টি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের অভিপ্রায় অনুযায়ী মোট ৮২ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে গত ১০ জুলাই মনোনয়ন দেওয়া হয়।
প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাগণ নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ২৭ জুলাই এবং নির্বাচনের ২ দিন পর অর্থাৎ আগামী ২৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত মোট ৫ দিন নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নে দায়িত্ব পালন করবেন। বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ২০১০ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালার ৮৬ তে উল্লেখিত ৭২, ৭৪, ৭৫, ৭৬, বিধি ৭৭ এর উপ বিধি (১) এবং বিধি ৭৮ এর অধীন নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন।
কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভা:) মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী জানান, ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে উল্লেখিত ২ জন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেওয়ার পর তাঁদেরকে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আবদুল্লাহ আল মামুন আগামী ২৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নিয়মিত দায়িত্ব থেকে অবমুক্ত করবেন। তিনি আরো জানান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রত্যেককে একজন করে সহযোগী স্টাফ, পুলিশ সদস্য, যানবাহন সহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় সকল সুবিধা দেওয়া হবে।
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানি (প্রতীক-মটর সাইকেল), অ্যাডভোকেট তানভীর শাহ (প্রতীক-ঘোড়া) এবং হাসান মোঃ তারেক মুকিম (প্রতীক-আনারস)।ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। রামু উপজেলা সদরের ফতেখাঁরকুল ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৪৬ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১২ হাজার ৪১৯ জন, মহিলা ভোটার ১১ হাজার ৬২৭ জন। ৯ টি ভোট কেন্দ্রে মোট ৫৬ টি ভোট কক্ষ (বুথ) রয়েছে।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো পদত্যাগ করে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত রামু উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ফলে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়।
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন-সাদমান জামি চৌধুরী (প্রতীক-চশমা), হুমায়ুন কবির চৌধুরী (প্রতীক-আনারস), মকবুল হোসাইন মিথুন (প্রতীক-ঘোড়া), ফরিদুল আলম (প্রতীক-মোটর সাইকেল) এবং আবদুল মালেক চৌধুরী (প্রতীক-টেলিফোন)। কক্সবাজার জেলার ইউনিয়ন গুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪২ হাজার ৫৯৮ জন ভোটার রয়েছে উখিয়া উপজেলা সদরের রাজাপালং ইউনিয়নে। তারমধ্যে, ২২ হাজার ১৮৭ জন পুরুষ ভোটার এবং ২০ হাজার ৪১১ জন মহিলা ভোটার। মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫ টি। উখিয়া উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান রাজাপালং ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।
রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী পদত্যাগ করে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ফলে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়।
আগামী ২৭ জুলাই শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ফতেখাঁরকুল ও রাজাপালং ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে।