উখিয়া নিউজ ডেস্ক::
চীনা নাগরিকদের নাজেহালের ঘটনায় কক্সবাজার রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের সেই উপ-পরিদর্শক সাইফুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) তাকে ক্লোজড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম। আজ (বুধবার) তিনি কক্সবাজার ছাড়ছেন।
‘
- ৪ চীনা নাগরিককে নাজেহাল কক্সবাজারের হাইওয়ে পুলিশের’ শীর্ষক দৈনিক উখিয়া নিউজ ডটকমে প্রকাশিত স্বচিত্র সংবাদের পরিপ্রেক্ষিতেই হাইওয়ে পুলিশের এই উপ-পরিদর্শককে ক্লোজড করা হয়।
প্রসঙ্গত, রামু তুলাবাগান হাইওয়ে পুুলিশ ফাঁড়ির এসআই সাইফুলের হাতে শারীরিকভাবে লাঞ্চিত হয়েছেন চট্টগ্রাম ইপিজেডস্থ চীনা কোম্পানি সানসাইন’র এক উর্ধ্বতন কর্মকর্তাসহ চারজন চীনা নাগরিক। ১৭ অক্টোবর সকাল ১১ টায় কক্সবাজার লিংকরোড বাসস্টেশনে এই ঘটনাটি ঘটে। চট্টগ্রাম থেকে কক্সবাজারে প্রাইভেট কারে করে বেড়াতে আসা চার চীনা নাগরিককে সিটবেল্ট না বাঁধার অজুহাত তুলে বহুবিতর্কিত হাইওয়ে পুলিশের এসআই সাইফুল এই কা-টি ঘটিয়েছেন। এমনকি এসআই সাইফুল চীনা নাগরিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং সাময়িক জিম্মি করে রাখেন।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, চীনা নাগরিকদের নাজেহালের ঘটনায় হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এসআই সাইফুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। বুধবারের মধ্যেই ফাঁড়ি থেকে হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টারে যোগদান করতে বলা হয়েছে তাকে। আজ (গতকাল মঙ্গলবার) সন্ধ্যা হয়ে যাওয়ায় গাড়ির টিকেট করতে পারেননি এসআই সাইফুল। তবে আজ (বুধবার) সকাল ১০ টার মধ্যেই তিনি কক্সবাজার ছাড়ছেন।
পাঠকের মতামত