ডেস্ক রিপোর্ট::
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ দল। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান করে মাশরাফি বাহিনী।
বাংলাদেশের পক্ষে এদিন সর্বোচ্চ ৭০ রান করেন তামিম ইকবাল। এছাড়াও মুশফিকুর রহিম ৬১, মাহমুদউল্লাহ্ ২১, সাব্বির রহমান ১৯, সাকিব আল হাসান ১৫, মোসাদ্দেক হোসেন সৈকত ১৫, মাশরাফি ও রুবেল করেন রান।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্ঠাম আসরের দ্বিতীয় সেমি-ফাইনাল। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজি টিভি, মাছরাঙ টিভি ও স্টার স্পোর্টস ওয়ান।
টুনামেন্টের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আজ যে দল জিতবে তারা মুখোমুখি হবে পাকিস্তানের।
ওয়ানডেতে ভারত-বাংলাদেশ এ পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। বিপরীতে ভারত জিতেছে ২৬টি ম্যাচে। তবে শেষ তিন ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন এবং জাস্প্রিত বুমরাহ।