ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১১/২০২৪ ৭:৪৪ এএম

সামাজিকে যোগাযোগমাধ্যমে দিনভর গুঞ্জন শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন নির্মাতা মোস্তাফা সরয়ার ফারুকী। তাকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে আর রাখা হচ্ছে না। এই গুঞ্জনের মধ্যেই তাকে নিয়ে নতুন বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আজ রবিবার মোস্তাফা সরয়ার ফারুকীকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন শফিকুল আলম। পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী এবং তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করেন তিনি।

সেই ছবির ক্যাপশনে দুজনের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার নতুন ভূমিকা নিয়ে কথা বলবেন। আমাদের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতিশীলতা আনার পরিকল্পনা করছেন তা নিয়ে আলোচনা করবেন।’

গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রতিবেশীদের সমর্থন পায়নি বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক ...

চলমান তারল্য সমস্যার সফল ব্যবস্থাপনা করছে ইউনিয়ন ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পরামর্শ ও সহায়তায়, আমানতকারী এবং বিনিয়োগ অংশীদারদের সহযোগিতায় চলমান তারল্য সমস্যা সফলভাবে ব্যবস্থাপনা ...