উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০২/২০২৪ ৯:৪৯ এএম

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ‘একমাত্র পথ’ হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। শনিবার মিউনিখ সিকিউরিটি কাউন্সিলে বক্তৃতাকালে এমন মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

সম্মেলনে বক্তৃতাকালে প্রিন্স ফয়সাল আরো বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ওপরই ইসরাইলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নির্ভর করছে।

তিনি বলেন, সৌদি আরব গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার ওপর পুরোপুরি জোর দিচ্ছে।

তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি প্রত্যহারের ওপর জোর দিচ্ছি। আমরা গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর ওপর জোর দিচ্ছি।

সৌদি আরব বার বার বলে আসছে যে স্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না।

প্রিন্স ফয়সাল আরো বলেন, ইসরাইলি বাহিনীর উস্কানিমূলক তৎপরতার ফলে আরব এবং ইসলামি দেশগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। তিনি গাজায় প্রায় ৩০ হাজার লোক নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ইসরাইলিদের কার্যক্রম বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থার মতাদর্শ বিস্তারে সহায়তা করবে।

সূত্র : আরব নিউজ

পাঠকের মতামত

ঘুমধুম ইউপি’র প্যাড-ভুট্রো মেম্বারের প্রত্যয়নে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু পাচার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চোরাচালানের অভয়ারণ্য ঘুমধুম সীমান্ত দিয়ে চোরাই পথে পাচার করে আনা অবৈধ গরু-মহিষের ...

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রাখাইন, নতুন আশ্রয়প্রার্থীর আশঙ্কায় বাংলাদেশ

নজিরবিহীন সংকটে পড়তে যাচ্ছে প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্য। খাদ্য সরবরাহ ব্যবস্থায় উন্নতির সম্ভাবনা না থাকায় ...