প্রকাশিত: ১৩/১০/২০১৬ ৮:৫৫ পিএম

2525বিনোদন ডেস্ক: আবারো দেশীয় টেলিভিশনে প্রচার হবে তুমুল জনপ্রিয় ধারাবাহিক আলিফ লায়লা। আলিফ লায়লার চরিত্রগুলো আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত।

আরব রূপকথার এ প্রশংসিত সিরিজটি আনছে জিটিভি। আগামী নভেম্বর থেকে এটি প্রচার করবে বলে নিশ্চিত করেছে চ্যানেল কর্তৃপক্ষ।

জানা যায়, ভারতীয় প্রতিষ্ঠান সাগর ফিল্মস প্রাইভেট লিমিটেডের পুরনো সে সিরিজটিই প্রচার করবে জিটিভি। সপ্তাহে একাধিক দিন এটি প্রচার হবে।

আলিফ লায়লা ইসলামী সভ্যতার অন্যতম একটি সাহিত্য নিদর্শন। খলিফা হারুন আর রশীদের খিলাফতকালে রাজধানী বাগদাদের বিখ্যাত সাহিত্যিকরা লেখেন এই কাহিনি। যা পরবর্তীতে ‘আরব্য রজনী’ নামে সারাবিশ্বে খ্যাতি অর্জন করে। এ সিরিজের প্রধান গল্প ও চরিত্রগুলোর মধ্যে রয়েছে- আলাদিনের জাদুর চেরাগ, আলী বাবা ও চল্লিশ চোর, আল্লাহর উপর আস্থাবান সাহসী নাবিক সিন্দবাদের যাত্রা, সাহসী যুবক জালাল তালেবর, অত্যাচারী ডাকাত কেহেরমান ও মায়াময়ী জাদুকরী মালিকা হামিরার কাহিনি।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও একুশে টিভির পর দেশের তৃতীয় চ্যানেল হিসেবে এটি সম্প্রচার করতে যাচ্ছে জিটিভি।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...