আজিজুল হক রানা, ঘুমধুম
প্রকাশিত: ১৬/১০/২০২২ ৯:৫৭ পিএম

প্রায় ১৬দিন সীমান্তে মায়ানমারের সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী আরাকান আর্মির মধ্যকার যুদ্ধ বন্ধের পর ফের সীমান্তে পরপর ৪টি মর্টারশেলের গোলায় কেঁপে উঠলো সীমান্তের ২৩গ্রামের মধ্যকার তুমব্রু বাজারসহ ১৩টি গ্রামে।

রবিবার (১৬ অক্টোবর) বিকাল প্রায় ৪টায় সীমান্ত পিলার ৩৪ এর মায়ানমারের অভ্যন্তরে পর পর ৪টি মর্টারশেলের গোলায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী ও তুমব্রু এলাকার প্রায় ১৩টি গ্রাম কেঁপে উঠে। এতে সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের নিকট নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তুমব্রু বাজারের ব্যবসায়ীদের সাথে কথা হলে তাঁরা জানান,এই মর্টালশেলের আওয়াজ তুলনামূলকভাবে আগের আওয়াজের চেয়ে বেশি।

এ বিষয়ে কথা হলে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান,কিছুদিন বিরতি দিয়ে আবারও মায়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মি এর সাথে সংঘর্ষ শুরু হয়েছে। এতে করে নতুন করে মর্টারশেলের আওয়াজের কথাও তিনি শুনেছেন বলে জানান।

উল্লেখ্য,গত আড়াই মাস ধরে মায়ানমারের সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলমান। এতে দুইজন বাংলাদেশি ও ৮জন রোহিঙ্গাসহ মোট ১০জন মানুষের হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত

জেলার শীর্ষ ‎রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ‎কক্সবাজার প্রেস ক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে ‎

‎কক্সবাজার প্রেস ক্লাবকে বৈষম্য মুক্ত করতে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ক্লাবের সদস্য পদ বঞ্চিত ...

রোহিঙ্গা আশ্রয়শিবিরে হেপাটাইটিস রোধে সাড়ে ১২ কোটি টাকা দিল ইইউ

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো হেপাটাইটিস সি ভাইরাসের বিস্তার রোধে মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে এক মিলিয়ন ইউরো ...

মিয়ানমারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া, রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা

কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের চলমান যুদ্ধের কারণে কারণে বাংলাদেশে টেকনাফ সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী ও ...