ফ্রান্সের কানস শহরে মুসলমান মহিলাদের জন্য বিশেষ সাতারের পোষাক বুরকিনি নিষিদ্ধ করেছেন নগরীর মেয়র। ‘ নিরাপত্তা নিশ্চিত’ করতেই এটি নিষিদ্ধ করা হয়েছে বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে।
শরীর সম্পূর্ণ ঢেকে সাতার কাটতে ইচ্ছুক এমন নারীদের জন্য বিশেষ পোষাক হচ্ছে বুরকিনি। এটি গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা থাকে। সেই সাথে মাথাও আবৃত থাকে। বুরকিনি পরে একদিনের জন্য মার্সেই শহরের একটি ওয়াটার ফ্রন্টে সাতার কাটতে চেয়েছিলেন কয়েকজন নারী। কিন্তু কর্তৃপক্ষ যেমন অনুমতি দিতে বেকে বসেছে।
কানসের মেয়র ডেভিড লিসানার্ড ফরাসি অবকাশ যাপন কেন্দ্র ফ্রেঞ্চ রিভেরিয়ায় বুরকিনি নিষিদ্ধের ঘোষণা দেন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘যেখানে ফ্রান্স ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থানগুলো জঙ্গি হামলার শিকার সেখানে সমুদ্র সৈকতের যেসব পোষাক ধর্মের সঙ্গে সম্পর্ক প্রদর্শণ করে সেগুলো নিষিদ্ধ করা হলো।’
এতে বলা হয়, ‘উত্তম রীতিনীতি ও সেক্যুলারিজমকে শ্রদ্ধা করে না এমন পোষাক সমুদ্র সৈকতে এবং সাতারের জন্য ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’
এ ব্যাপারে মেয়র লিসানার্ড বলেন, রাষ্ট্রীয় জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে আমার শহরকে নিরাপদ রাখতে এটি সহ বেশ কয়েকটি নির্দেশণা আমি দিয়েছি।’