ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১১/২০২৪ ৭:৫৪ এএম

ফ্রান্সের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিশ্চিয়া লেচারভির নেতৃত্বে একটি তিন সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি ক্যাম্পে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প-৯ এ অবস্থিত ডাটা রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে তারা রেজিস্ট্রেশন সেন্টারের কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং কার্যক্রম সম্পর্কে অবহিত হন। উপস্থিত রোহিঙ্গাদের সাথে কথোপকথনে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন।

পরে দলটি ডাব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার ফুড আউটলেট পরিদর্শন করেন এবং রেশন কার্যক্রম সম্পর্কে রোহিঙ্গাদের মতামত নেন। এছাড়া ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টারে গিয়েও তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

এরপর প্রতিনিধি দল ক্যাম্প-৫ এ এনজিও ফোরাম পরিচালিত বেকারি শপ এবং ক্যাম্প-২০ এক্সটেনশনে আইওম পরিচালিত রোহিঙ্গা সংস্কৃতি ও শরণার্থী বিষয়ক আলোচনা কেন্দ্র পরিদর্শন করেন।

সেখানে উপস্থিত রোহিঙ্গা নারী-পুরুষের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে রোহিঙ্গারা মিয়ানমারে তাদের ওপর হওয়া নির্যাতনের বিবরণ তুলে ধরেন।

সবশেষে দলটি আইওম পরিচালিত ইনোভেশন ভ্যালি পরিদর্শন শেষে তাদের কার্যক্রম সম্পন্ন করেন।

প্রতিনিধি দলে অনান্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গুইলেম অড্রেন দে কারড্রেল এবং রাজনৈতিক সংযুক্তি এমিলি পালাহোয়ান

পাঠকের মতামত

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বুলেটপ্রুফ গাড়িতে টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে ...