প্রকাশিত: ২২/০২/২০২১ ৬:২২ পিএম


জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ইস্যুতে এবার মুখ খুলেছেন তার সাবেক প্রেমিকা দাবি করা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। নেট দুনিয়ায় আলোচিত সুবাহ নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন, ‘আপনারা নিজেদের বউদের, গার্লফ্রেন্ডদের খোঁজখবর রাখবেন যেন এদিক ওদিক ভাইয়া টাইগা না যায়।’

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন নাসির। এরপর ২০ ফেব্রুয়ারি জানা যায় আগের স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তাম্মি। যা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। প্রচণ্ড সমালোচনার কবলে পড়েন নাসির।

সুবাহ শাহ হুমায়রা
সেই আগুনেই ঘি ঢালেন নাসিরের সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ। এর আগেও একসময় ফেসবুক লাইভে এসে নাসিরকে নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছিলেন তিনি। রোববার (২১ ফেব্রুয়ারি) ফেসবুক লাইভে এসে সুবাহ আরও বলেন, ‘আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাবধানে থাকবেন যাতে আপনাদের বউ এদিক সেদিক ভাইগা টাইগা না যায়।’

সুবাহ শাহ হুমায়রা
বাংলার সিনেমার এই নায়িকা আরও বলেন, ‘আমি অতিষ্ঠ। লাইভে না এসে পারলাম না। প্রতিটি মানুষের জীবনে প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ থাকতে পারে। আমার মতো সবার জীবনেই অতীত আছে। আমার অতীত ২০১৮ সালেই শেষ। কেন আপনারা নাসির আর তাঁর স্ত্রীর বিয়ের ছবি আমাকে পাঠাচ্ছেন। আমার সঙ্গে তাঁর সবকিছু শেষ হয়ে গেছে। এখন চলছে ২০২১ সাল। অতীতকে নিয়ে টানাটানি করবেন না। অন্যের জীবনকে অতিষ্ঠ করবেন না।’

সুবাহর মতে, নাসির ও তাঁর প্রেম ভেঙেছে তিন বছর আগে। এ সময়ে তাঁর ক্যারিয়ারের অনেক কিছুই বদলে গেছে। তিনি নাম লিখিয়েছেন সিনেমা ও মডেলিংয়ে। তার অভিনীত রফিক শিকদারের সিনেমা ‘বসন্ত বিকেল’ ছবি মুক্তির অপেক্ষায়। শুটিং চলছে ‘মন বসেছে পড়ার টেবিলে’র।

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...