উখিয়ায় উলামা সমাবেশে জেলা আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ...
কক্সবাজারের পেকুয়ায় বউ নিয়ে আলাদা হয়ে যাওয়ায় ছেলের সঙ্গে অভিমান করে ফরিদা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদা বেগম ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ঝগড়াঝাটি দিয়ে ঘটনার দিন সকালে বাবা-মায়ের সঙ্গে রাগ করে আলাদা হয়ে যায় তার ছেলে। এরপর বৃহস্পতিবার ছেলের সাথে অভিমান করে ঘরের খুঁটির সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে
পাঠকের মতামত