মো: ফারুক,পেকুয়া ::
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় জাতীয় টুর্নামেন্টের ফাইনালে সিলেট বিভাগের কামরাঙ্গীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে চট্রগ্রাম বিভাগের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২ মার্চ দুপুর দেড়টায় বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্টিত হয়।[caption id="attachment_18608" align="alignleft" width="870"] বঙ্গবন্ধু গোল্ডকাপ:আবারো সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন পেকুয়া [/caption]
দেড়টায় খেলা শুরু হওয়ার ৩মিনিটের মাথায় টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল খেয়ে পিছিয়ে পড়ে। শেষার্ধের ৩ মিনিটের মাথায় টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় ওই ১ গোল পরিশোধ করে খেলায় সমতা আনেন। নির্ধারিত খেলায় ১-১ গোলে খেলা সমতা বিরাজ করলে ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৬-৫ গোলে কামরাঙ্গীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরুস্কার বিতরণ করবেন।
পেকুয়াসহ কক্সবাজারবাসী বিটিভিতে খেলা শেষ হওয়ার পরপর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুরু করে। এবং গতবারের মতো আবারো সারাদেশ চ্যাম্পিয়নদের বীরোচিত সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এ আগের বছরও পেকুয়া উপজেলার রাজাখালী সরকারী প্রাথমিক সারা দেশের প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। দেওয়া হয়েছিল বীরোচিত সংবর্ধনা।