প্রেস বিজ্ঞপ্তি::
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু একটি নাম, একটি ইতিহাস। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন বলেই বিশ্ব দরবারে বাঙ্গালী জাতি আজ স্বমহিমায় উজ্জল। বাঙ্গালির অধিকার প্রতিষ্টার করতে গিয়ে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী এ মহাননেতা। ঘাতকের দল ১৫ আগষ্ট কালো রাতে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করে হাজার বছরের শ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু মুজিব ও তার পুরো পরিবারকে। সেদিন ভাগ্যক্রমে দেশের বাইরে থাকায় প্রানে বেচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দু'কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দেশের মানুষের ভালবাসা ও সমর্থন নিয়ে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আজ রাষ্ট্র প্রধান। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য যখন নিরলসভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন ৭১ এর পরাজিত শক্তি তাকে ব্যর্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গুপ্তহত্যা, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করে বাক্স¬াদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার চেষ্টা করছে। এ ব্যাপারে সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান বক্তারা।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক ফরিদুল আলমের পরিচালনায় অনুষ্টিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক মাহবুবুল আলম, প্রচার স¤পাদক রাসেল চৌধুরী, শিক্ষা বিষয়ক স¤পাদক মাষ্টার ছৈয়দ আলম, রতœাাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, সাধারণ স¤পাদক নুরুল আলম নুরু, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ স¤পাদক স্বপন শর্মা রনি, জেলা কৃষকলীগ নেতা কাজী আকতার উদ্দিন টুনু, উপজেলা কৃষকলীগের সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ স¤পাদক এডভোকেট রুহুল আমিন চৌধুরী রাসেল, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আযাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক ইমাম হোসেন, সাবেক ছাত্রনেতা রবিন্দ্র দাশ রবি, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ স¤পাদক রাসেল উদ্দিন সুজন, তাতী লীগের সাধারণ স¤পাদক হেলাল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতিরজনক বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে শহীদদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।