উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ৯:১৯ পিএম

এ বছরের শেষে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য। আওয়ামী লীগ সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। জনকল্যাণই আমাদের মূল লক্ষ্য।

শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে আমাদের ওপরে। এ কারণে আমাদের প্রবৃদ্ধি কিছু কমেছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো আমাদের প্রবৃদ্ধি সর্বোচ্চ। আমরা বেশ ভালো অবস্থানে আছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮-০৯ সালের জিডিপি অনুযায়ী বাংলাদেশ ছিলো বিশ্বের ৬০তম অর্থনীতির দেশ। আর সাড়ে চৌদ্দ বছরে আমাদের প্রচেষ্টার ফলে এখন বাংলাদেশ বিশ্বের বৃহৎ ৩৫তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছে।

মূল্যস্ফীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে শাক, ভোজ্যতেল, সঞ্চালন, পরিবহন সবকিছুর দাম বেড়েছে। তার প্রভাবে দেশেও মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রচেষ্টা রয়েছে এ মূল্যস্ফীতি কমিয়ে আনার। মূল্যস্ফীতিকে প্রধান সমস্যা চিহিৃত করে তা কমানোর চেষ্টা চালাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা অনেক এগিয়ে গিয়েছি। বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশি হিসেবে মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকবে।

পাঠকের মতামত

ন্যূনতম খাদ্য গ্রহণে খরচ করতে হচ্ছে দারিদ্র্যসীমার ব্যয়ের চেয়ে প্রায় ৭০% বেশি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে সুস্থভাবে জীবনধারণের জন্য প্রতিদিন যে পরিমাণ খাদ্যশক্তি (২ হাজার ১০০ ...

রোহিঙ্গাদের আত্তীকরণের পক্ষে নয় বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

রোহিঙ্গাদের আত্তীকরণ বাংলাদেশের জন্য বিবেচনাযোগ্য বিকল্প নয় বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা প্রধান ল্যান্স ...