উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১২/২০২৩ ৯:৩২ এএম

থানা মানেই ভোগান্তি, হয়রানি, এমন সব ধারণা সাধারণ মানুষের। তবে সাধারণ মানুষের সেই ধারণা পাল্টে দিয়েছেন রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।

রামু থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন। এখানে দালালের কোনো স্থান নেই। ভুক্তভোগী লোকজন সরাসরি ওসির রুমে প্রবেশ করে অভিযোগের বিষয়ে প্রকাশ করার সুযোগ পাচ্ছেন।

থানা সূত্রে জানা গেছে, ওসি আবু তাহের দেওয়ান যোগদানের তিন মাসে ২১৪টি মামলা রুজু হয়, এর মধ্যে সবক’টি মামলা খারিজ হয়ে গেছে। এই তিন মাসে ইয়াবা উদ্ধার হয়েছে ৭১ হাজার ১০০ পিস, চোলাই মদ ৭৪০ লিটার, আইস ১৩৫ গ্রাম ও বিদেশি মদ ৭০ বোতল উদ্ধার করা হয়েছে।

থানায় জিডি করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আমার একটি চেক হারিয়েছিল, তার জন্যে জিডি করতে এসেছিলাম। ওসি সাহেবের সঙ্গে উনার রুমে কথা বলে কোনো ধরনের ফি ছাড়াই জিডি লিপিবদ্ধ করার সুযোগ পেয়েছি।

শরীফ উদ্দিন নামের আরেক যুবক বলেন, আমার পারিবারিক একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। যেটি রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেওয়ার আশঙ্কা ছিল। ওসি সাহেবের কাছে বিচার নিয়ে যাওয়ার পর বিষয়টি সমাধান হয়। এতে কোনো ধরনের ফি তিনি গ্রহণ করেননি। ওসি সাহেবের আন্তরিকতা ও বন্ধুসুলভ আচরণ ভোলার মতো নয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, আমার অফিসে দালালের কোনো স্থান নেই। আগে কি ছিল, কি হয়েছিল সেটি আমার দেখার বিষয় না। থানায় সেবা নিতে কেউ আসলে তাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করছি৷ জিডি বা সাধারণ ডাইরি লিপিবদ্ধ করতে কোনো ফি লাগে না। আমরা জনগণের সেবক, জনগণ আমাদের বন্ধু। তাদের সঙ্গে মিশে, সঠিক পরামর্শ ও নিষ্ঠতার সঙ্গে সেবা দেওয়ায় আমাদের কাজ।

জানা গেছে, আবু তাহের দেওয়ান ২০০১ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে চাকরিতে যোগদান করেন। নিজের কর্মগুণ, দক্ষতা ও সততায় তিনি ২০১২ সালে ওসি হিসেবে পদন্নোতি পান।

কর্মজীবনে দেওয়ান দেশের বিভিন্ন থানায় চাকরি করেছেন। তিনি নরসিংদির মাধবদী থানার ওসি হিসেবে দায়িত্বপালন করেছেন, গাজীপুর মেট্রোপলিটনের ডিবি পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি ছিলেন। নেত্রকোনা সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ৷ ২০২৩ সালের আগস্ট মাসের শেষের দিকে যোগদান করেন রামু থানার ওসি হিসেবে।

ওসি মো. আবু তাহের দেওয়ান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরের বাসিন্দা।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ...