কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বহর থেকে ছিটকে পড়েছেন। তাঁর স্থলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও মহেশখালীর জনসভায় এসে আশেক উল্লাহ রফিককে সবার হাতে তুলে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম অ্যডভোকেট রফিক উল্লাহ’র ছেলে।
কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাহ) টানা চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
বহুল আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদি কিংবা বদির ছেলে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। পেয়েছেন বদির স্ত্রী শাহীন আক্তার। এবার বদি নিজেই নির্বাচনী বহরে যুক্ত হতে চেয়েছিলেন।