উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৮/২০২২ ৯:৩৪ এএম , আপডেট: ২৯/০৮/২০২২ ৯:৩৪ এএম

নিত্যপণ্য, জ্বালানি তেল ও পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার কোটবাজার স্টেশনে উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পাঁচ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা যোগ দেন। এ সময় একটি বিক্ষোভ মিছিল কোটবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এ সময় তিনি ব্যাপক আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার ভাতিজা সে। সেতো এখানে কিছু করে নাই, মাদকের চাষ করেছে। মাদকের চাষ বন্ধ করলে আমি খুশি হব। মাদকের চাষ বন্ধ করে দেশকে মাদকমুক্ত করেন।’

কক্সবাজারের উখিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছেকক্সবাজারের উখিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শাহজাহান চৌধুরী বলেন, ‘আব্দুর রহমান বদি দুদকের মামলা খেয়েছে। এখানে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল, আমিও ছিলাম। আমরা কখনোই দুর্নীতির মামলা খাইনি। কিন্তু সে এত বড় গলায় কথা বলে কীভাবে?’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক সাহেব এই আন্দোলন ঘোষণা করেছেন। সামনে আসবে হরতালের আন্দোলন, তারপর আসবে ঘেরাও আন্দোলন। কোনো কিছু মানবে না বিএনপির কর্মীরা।’

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখেছে সরকার। এখনো তিনি মুক্ত হতে পারেননি। সারা দেশে বিএনপির লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার।’

এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে।

পাঠকের মতামত

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যা মামলার ১৮ জনের ...

পর্যটনে সেন্টমার্টিনের বিকল্প হতে চায় কুতুবদিয়া দ্বীপ!

বঙ্গোপসাগরে অবস্থিত কক্সবাজার জেলার অন্তর্গত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া। দ্বীপটি বাতিঘরের দ্বীপ নামে ও পরিচিত। ...