বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৭ উপলক্ষে জাতীয় কমিটির ৫১ পদে ৭২ জন প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন । গত ১১ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই শেষে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের নাম ও পদবী ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মসিহ-উর রহমান ।
কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে যারা :
১. সভাপতি : শামসুল আলম স্বপন ।
২. সিনিয়ার সহ-সভাপতি : অধ্যাপক আকতার চৌধুরী ।
৩. সহ-সভাপতি : ( বিভাগ ভিত্তিক) নির্মল বড়ুয়া মিলন, মিজানুর রহমান হেলাল, মুহিত চৌধুরী , হারুন উর রশিদ, অধ্যাপক জাকির সেলিম, ড. মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ,মোঃ সাইফুল ইসলাম মোল্লা, ফেরদৌস আহমেদ আসিফ।
৪. সিনিয়ার যুগ্ম সম্পাদক : সরকার রুহুল আমীন
৫. যুগ্ম সম্পাদক : শাহাদাৎ হোসেন আশরাফ ও ওয়ালী উল্লাহ খান।
৬. মহিলা বিষয়ক সম্পাদক : জুঁই চাকমা ।
৭. ট্রেজারার : প্রদীপ বড়ুয়া জয় ।
৮. প্রচার সম্পাদক : ওবাইদুল হক আবু চৌধুরী।
৯. সাংগঠনিক সম্পাদক (বিভাগ ভিত্তিক ) মোঃ মোস্তাফিজুর রহমান, আবু তাহের, মো : সাবলু মিয়া, মামুনুর রশীদ নোমানী, এস,এম, এ মনসুর মাসুদ, খায়রুল আলম সুমন, আবু সালেহ মো: শাওন, গৌতম সাহা, মো: জসিম উদ্দিন।
১০. দপ্তর সম্পাদক : মোঃ ইব্রাহীম খলিল ।
১১. সমাজ কল্যাণ সম্পাদক : ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ।
১২. শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক : তাজবীর হোসাইন সজীব ।
১৩. তথ্য ও প্রযুক্তি সম্পাদক : মাহমুদুল হাসান।
১৪. নির্বাহী সদস্য পদে যারা নির্বাচিত হলেন ঃ
আব্দুস সাত্তার, গৌরাঙ্গ দেবনাথ অপু, একরামুল হক বেলাল, মোহাম্মদ আনছার উদ্দিন, মো: মাহমুদুল হক মানিক, এম কেফায়েত উল্লাহ খান, সানা উল্লাহ সানু, বিপ্লব চাকমা, ওসমান সরওয়ার ডিপো, মোহাম্মদ সেলিম, ইসলাম মাহমুদ, পলাশ বড়ুয়া, জহিরুল ইসলাম, মো: আবদুল্লাহ আল মামুন, মোঃ হাফিজুর রহমান,সুচিত্র সরকার, মাকসুদ, মো. ইফতেখার আহমেদ বাবু ।
যে পদে নির্বাচন অনুষ্ঠিত হবে :
আগামী ২১ এপ্রিল শুক্রবার শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ এইচ এম রোকমুনুর জামান রনি ও মোঃ মুনতাসীর রায়হান মীম।
বি:দ্র: ৪টি সদস্যপদসহ নতুন কিছুপদ বনপা’র সাধারণ পরিষদের অনুমোদনক্রমে সৃষ্টি করা হবে যা পুরণ করবেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি। এ ব্যাপারে আগ্রহীদের যোগাযোগ করার জন্য বলা হলো।
স্বাক্ষরিত :
…………………………………………………..
ইঞ্জিনিয়ার মসিহ-উর রহমান
প্রধান নির্বাচন কমিশনার
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)
এর দ্বি-বাষিক নির্বাচন-২০১৭
তারিখ: ১১ এপ্রিল-২০১৭ খ্রি:
পাঠকের মতামত