আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর মুখপত্র “বনপা বার্তা” প্রকাশনার উদ্যোগ নেয়া হয়েছে। বনপা বার্তার জন্য ( সংগঠন সক্রান্ত , গল্প,কবিতা,রম্যরচনা,প্রবন্ধ,ভ্রমণ কাহিনী,ঐতিহাসিক ঘটনা,বিষ্ময়কর ঘটনা, ধর্ম সংক্রান্ত ) লেখা আবশ্যক। উক্ত পত্রিকায় বনপা’র সদস্যদের লেখা অগ্রাধিকার দেয়া হবে। যারা বনপা বার্তায় লেখা দিতে চানা তারা আগামী ১০জুনের মধ্যে নিম্ন ঠিকানায় লেখা ও লেখকের ছবি ই-মেইল করে পাঠিয়ে দিন। মনোনীত লেখার জন্য লেখককে উপযুক্ত পারিশ্রমিক দেয়া হবে। রোকমুনুর জামান রনি সম্পাদক বনপা বার্তা ইমেইল : [email protected] Mob: ০১৭২২১৫৮১৩০ অথবা শামসুল আলম স্বপন প্রধান সম্পাদক বনপা বার্তা ই-মেইল : [email protected] Mob : ০১৭১৬৯৫৬৪৯১৯ / ০১৯১০১০৩০১৬