আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০/১০/২০২৩ ৮:৪৮ এএম

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা তারেক জামিলের ছেলে মাওলানা আসেম জামিল নিহত হয়েছেন।

রবিবার (২৯ অক্টোবর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তালাম্বায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মুলতান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরপিও সুহাইল চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, মাওলানা আসেম জামিল বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। প্রকৃত ঘাতককে ধরতে আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

অপরদিকে মাওলানা তারেক জামিল এক টুইট বার্তায় ছেলে আসেম জামিলের নিহতের বিষয়টি নিশ্চিত করে সকলের দোয়া কামনা করেন।

তিনি বলেন, আজ তালাম্বায় আমার ছেলে আসেম জামিলের ইন্তেকাল হয়েছে। এই অকস্মাৎ মৃত্যু পুরো পরিবেশ শোকাচ্ছন্ন করে দিয়েছে। এই বেদনাবিধুর পরিস্থিতিতে আপনাদের সকলের নিকট অনুরোধ, আপনারা যেনো আপন দোয়ায় আমাদের স্মরণ রাখেন। আল্লাহ পাক আমার প্রিয় পুত্রকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করুন।

সূত্র: এআরওয়াই নিউজ

পাঠকের মতামত

মিয়ানমারে এক সপ্তাহে তিন রাজ্যে জান্তা বাহিনীর বোমাবর্ষণ

মিয়ানমারের জান্তা বাহিনী বৃহস্পতিবার রাখাইন রাজ্যের পাউকতাউ টাউনশিপে বিমান হামলা চালিয়ে কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা ...

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ...