প্রকাশিত: ০৭/০৮/২০১৬ ৮:১৯ এএম

6393-frndওবাইদুল হক চৌধুরী,সম্পাদক,উখিয়া নিউজ ডটকম::

‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও/ মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও/ ভুলো না তাকে ডেকে নিতে তুমি বন্ধু…’ হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় গানের লাইনটিই বলে দেয় বন্ধু শব্দটির আবেদন কত গভীর, কত আপন? আমাদের জীবনে বন্ধুর আবির্ভাব যে কখন হয়; তা আমরাও অনেক সময় টের পাই না। হয়ত সেই ছোটবেলায় পাড়ায় খেলতে খেলতে বন্ধুত্ব; নয়ত স্কুলে পড়তে গিয়ে বন্ধুত্ব। সেই যে শুরু- তারপর দীর্ঘ হতে থাকে বন্ধুর তালিকা।
বন্ধু সম্পর্কে গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, ‘বন্ধু হচ্ছে- দুটি দেহের মধ্যে এক আত্মার বাস।’ এমন কেউ কি আছেন- যে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা বন্ধুর সাথে শেয়ার করতে চান না? বন্ধুদের সাথে নিয়মিত আড্ডা দিতে পছন্দ করেন না? সম্ভবত কেউ নেই। থাকার কথাও নয়। কারণ এমন কেউ নেই যার বন্ধু নেই।

প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস পালন করা হয়। ১৯১৯ সাল থেকে শুরু হয় এ দিবস। উদ্যোক্তা ছিলেন, বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় ‘হলমার্ক কার্ডস’ এর প্রতিষ্ঠাতা জয়সি হল। তার এ ধারাবাহিকতায় ক্রমেই মানুষ আগস্ট মাসের প্রথম রোববার পালন করে আসছিল ‘ফ্রেন্ডশিপ ডে’। এরপর যুক্তরাষ্ট্র কংগ্রেস ১৯৩৫ সালে আনুষ্ঠানিকভাবে আগস্ট মাসের প্রথম রোববার ঘোষণা করল ফ্রেন্ডশিপ ডে হিসেবে। তারপর থেকে এটি ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বে। যা বর্তমানে বাংলাদেশেও পালিত হচ্ছে। একজন বন্ধু শুভেচ্ছা জানায় অন্য বন্ধুকে। এ বছর ২ আগস্ট বন্ধু দিবস। বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে যেন কেউ ভুল করতে চান না। কারণ এগুলোই একসময় কাঁদাবে। হেনরি এডামস বলেছিলেন, ‘বন্ধু কখনো তৈরি হয় না, জন্ম নেয়’। আপনার বন্ধুকে একদিন অন্তত বলুন, আপনার ভালোবাসার কথা। আপনার জীবনের প্রয়োজনীয়তা একদিন তার সামনে প্রকাশিত হতে দিন। ইসাবেলা নরটন তার জীবদ্দশায় বলে গেছেন, ‘বন্ধুর মধ্যে তুমি খুঁজে পাবে দ্বিতীয় জীবন।’ অনেক বড় বড় মনীষীরা বন্ধুত্বকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন, ‘শুধুমাত্র মনের সুখ-দুঃখগুলো শেয়ার করার জন্যই বন্ধুত্ব নয়। সূর্য যেমন পাশে থেকে পৃথিবীটাকে আলো দেয়; ঠিক তেমনি বন্ধুও আমাদের জীবনকে সবসময় আলোকিত করে রাখে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...