ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ৭:৩৩ এএম

ভয়াবহ বন্যা মোকাবিলায় বিদেশি সহায়তার জন্য বিরল আবেদন করেছেন মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত এক প্রতিবেদনে এই আহ্বানের কথা জানানো হয়। খবর আলজাজিরার।

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মিয়ানমারে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এ ছাড়া ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার।

স্বাধীন সংবাদ মাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে, ইয়াগির আঘাতে মৃত্যুর সংখ্যা ৬৬-তে পৌঁছেছে। এই ঝড়ে ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস ও ফিলিপাইনে মোট ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা সরবরাহ করতে সরকারি কর্মকর্তাদের বিদেশি দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণে গিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন।

তবে আর আগে মিয়ানমারের সামরিক বাহিনী বিদেশি মানবিক সহায়তায় বাধা বা বন্ধ করে দিয়েছিল।

সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, দেশের কিছু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মধ্যাঞ্চলীয় মান্দালয়ের একটি স্বণের খনি এলাকায় ভূমিধসে কয়েক ডজন মানুষ চাপা পড়েছে, এমন খবরের বিষয়টি তারা তদন্ত করছেন।

পাঠকের মতামত

কক্সবাজার সীমান্তের পাশে যেকোনো মুহুর্তে আসতে পারে নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা

কক্সবাজার সীমান্তের ওপাড়ে যেকোনো মুহুর্তে হতে পারে নতুন একটি রাষ্টের ঘোষণা।চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত ...

বিদ্রোহীদের কাছে কৌশলগত তথ্য ফাঁস করছে মিয়ানমার সেনারা

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের জেরে দেশটির ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরেছে। সেনাবাহিনীর অভ্যন্তরে অনেকে বিদ্রোহীদের ...

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

মিয়ানমারের অর্থনৈতিক সংকট: চিকিৎসক ও নার্সরা বাধ্য হচ্ছেন যৌনকর্মে

মিয়ানমারের সাম্প্রতিক অর্থনৈতিক সংকট এবং সেনা অভ্যুত্থানের ফলে দেশটির শিক্ষিত পেশাজীবী নারীরা চরম আর্থিক সংকটে ...