বসন্ত
আশু বড়ুয়া
শীতের রুক্ষতা পেরিয়ে এলো
ঋতুরাজ বসন্ত,
জেগেছে প্রকৃতি সবুজের ভরা
লাগছে প্রাণবন্ত।
পাতা হারানোই গাছে গজিয়েছে
সবুজ পাতার ঝাঁক,
রুক্ষতার শেষে যেন ভেঙ্গেছে
অাজ প্রকৃতির রাগ।
নতুন ভোরের সূর্যের মতোই
গাছে ফুটেছে পলাশ কৃষ্ণচূড়া,
বাসন্তি সাজে সাজেই রমনী
মাথায় দিয়ে ফুলের তোড়া।
ফুলের সুবাসে মৌমাছি গুলোই
এদিক ওদিক ঘুরে,
পাখির ডাকেই কোলাহলে
ঘুম ভেঙ্গে যায় ভোরে।
ভোর পেরিয়েই যখন একটু
বেলা গড়িয়েই যায়,
মধুর কন্ঠে কোকিল গুলোই
গান গেয়ে বেড়ায়।
গানের সুরেই মন গলে যায়
দুরে সরে ক্লান্ত,
নানা অায়োজনে করলাম বরণ
ঋতুরাজ এই বসন্ত।