উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফ থেকে বস্তাভর্তি ৭২ হাজার ২৯০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার নাইট্যং পাড়া এলাকার নুর মোহাম্মদের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৩) ও তার পাচার সহযোগী জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৪ এর বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. হাশেম (৩৫)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ইয়াসমিন আক্তার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তিনি পাচার কাজে ব্যবহার করেন রোহিঙ্গা নাগরিকদের। আজ এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।