অাজিজুল হকঃ
প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে ইবাদত বন্দেগীর পর যে কর্মটি সবার আগে করি তা হল উখিয়া নিউজ ডটকমের ওয়েবসাইট দর্শন। আর সেটি হল অামার গত কয়েক বছরের অর্জিত অভ্যাস। আমার পোর্টাল। আমাদের পোর্টাল। সবার পোর্টাল- উখিয়া নিউজ ডটকম। মনে আছে সেই ছোট্টবেলায়--শৈশবে ফুল কুড়াতে বের হতাম। বর্ষায় বকুল আর শরতে শিউলি। সুমিষ্ট গন্ধযুক্ত ফুল। তেমনি মোবাইল কিংবা ল্যাপটপে উখিয়া নিউজের ওয়েব সাইট সার্চ করলে একধরণের মিষ্টতা পাওয়া যায়। সত্যের গন্ধ। সত্য সংবাদ প্রকাশের সুমিষ্ট গন্ধ। এখন আর ফুল কুড়ানোর বয়স নেই। এখন উখিয়া নিউজ-ই আমার ভোরের ফুল। কোনদিন যদি ভুল করে অনলাইনে উখিয়া নিউজ পড়তে সময় না পায় তখন মনে হয় সেদিন পত্রিকাই পড়া হয়নি। উখিয়া নিউজ ডটকম এখন আমার পরিবারেরই অংশ। উখিয়া নিউজের সংবাদ দর্শন ছাড়া দিন শুরু হয় না। তাছাড়া দিন চলে না। আমার বন্ধুদেরও একই অবস্থা। ভাইবোনের মধ্যেও উখিয়া নিউজ ডটকম ভিজিটের প্রবনতা লক্ষনীয়। উখিয়া নিউজ ডটকম পড়ার অভ্যাস বংশ পরম্পরায় চলতে থাকুক। পাঠক এবং লেখক সৃষ্টিতে উখিয়া নিউজ যে ভূমিকা--তজ্জন্য উখিয়া নিউজ ডটকম পরিবারের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। আগামী দিনগুলোতেও লাখো পাঠকের মনের খোরাক জোগাবে। এটুকুই প্রত্যাশা উখিয়া নিউজ ডটকমের সম্পাদনা পরিষদের কাছে।
জন্মদিনের শুভেচ্ছা দক্ষিণ কক্সবাজারের সর্ব প্রথম অনলাইন পোর্টাল "উখিয়া নিউজ ডটকম"।
লেখকঃ গণমাধ্যম কর্মী
অনলাইন ও প্রিন্ট মিডিয়া।