খালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজার বাঁকখালী নদীর মোহনায় বোট উল্টে মোঃ ফারুক (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।বুধবার ১৭ আগষ্ট সন্ধ্যায় বোট নিয়ে সাগর থেকে ফেরার পথে বাঁকখালী মহনায় এ দূর্ঘটনা ঘটে। সে রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নে পানিরছড়া গোলাম আলীর জুম হরিতলা এলাকার মৃত নওশের আলীর ছেলে।
নিহতের স্ত্রী হামিদা আকতার জানান, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে বাঁকখালীর মোহনায় প্রাকৃতিক দুর্যোগের কারণে হঠাৎ বোট উল্টে তার স্বামী মারা যান। এদিকে রশিদ নগরের ইউপি চেয়ারম্যান শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে বৃহস্পতিবার নিহত জেরে ফারুকের নামাজের জানাযা নিজ এলাকায় সম্পন্ন হয়েছে।