নিউজ ডেস্ক::
বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে এক কথিত জঙ্গী আস্তানায় পুলিশের অভিযানে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে হানা দেয়।বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন, নিহত ব্যক্তি জেএমবির সামরিক শাখার অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ পুলিশের একটি দল রূপনগরের একটি বাড়িতে হানা দেয়।সেখানে “মেজর মুরাদ” নামে কথিত এই জেএমবি নেতা লুকিয়ে ছিলেন বলে তাদের কাছে খবর ছিল।পুলিশ সেখানে অভিযানে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে এক ব্যক্তি পিস্তল এবং ছুরি হাতে বেরিয়ে আসে।তার ছুরির আঘাতে এবং পিস্তলের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়।পুলিশের পাল্টা গুলিতে ঐ ব্যক্তি নিহত হয়।মনিরুল ইসলাম জানান, নিহত কথিত মেজর মুরাদ আসলে সেনাবাহিনীর একজন সাবেক সৈনিক। গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গী হামলায় অংশগ্রহণকারীদেরকে এই ব্যক্তিই প্রশিক্ষণ দিয়েছে বলে পুলিশ সন্দেহ করে।তিনি আরও জানান, গাইবান্ধার চরে এই প্রশিক্ষণ দেয়া হয়েছিল।
পাঠকের মতামত