উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/১০/২০২২ ৭:২১ এএম
ফাইল ছবি

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছেন থাইল্যান্ডের পররাষ্ট্র সচিব পদমর্যাদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি সারুন চারুয়েনসুয়ান। সফরকালে রোববার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য থাইল্যান্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে দেশটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি।

থাইল্যান্ডের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে পৃথক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব দু’জনই সারুন চারুয়েনসুয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সহযোগিতা চেয়েছেন। তবে সেই সংবাদ বিজ্ঞপ্তির জবাবে থাই পররাষ্ট্র সচিব কী বলেছেন, তা উল্লেখ করা হয়নি।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য সংবাদ বিজ্ঞপ্তিতে রোহিঙ্গা নিয়ে ঢাকার সহযোগিতা অংশের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষ্যও তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের সময়ে থাইল্যান্ডের পররাষ্ট্র সচিবকে রোহিঙ্গা নিয়ে আসিয়ানে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। যাতে মানবিক কারণে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা দ্রুত এবং টেকসইভাবে নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে পারে। এ ছাড়া আগামী মাসে ঢাকায় আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতেও তাঁকে অনুরোধ করেন মন্ত্রী।
এ সময় থাই সরকারের দূত সুবিধাজনক সময়ে দুই দেশের যৌথ কমিশন বৈঠকের ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে ব্যবসা-বাণিজ্য জোরদারে দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুততম সময়ের মধ্যে সইয়ে জোর দেন তিনি।

এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রশংসা করেন থাই পররাষ্ট্র সচিব। সারুন চারুয়েনসুয়ানের বাংলাদেশে প্রথম সফরে স্বাগত জানিয়ে করোনা মহামারি ও ইউরোপের সংঘাতের কারণে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে মত দেন মাসুদ বিন মোমেন। খাদ্য ও জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় অর্থনৈতিক মন্দার হুমকির কথাও তুলে ধরেন তিনি।

গত মার্চে হয়ে যাওয়া দুই দেশের বৈঠক প্রসঙ্গ তুলে তৃতীয় বৈঠকটি সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠানের জন্য থাই পররাষ্ট্র সচিবকে আমন্ত্রণ জানান পররাষ্ট্র সচিব। এ সময়ে তিনি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে থাই পররাষ্ট্র সচিবের কাছে সক্রিয় সহযোগিতা চেয়েছেন।

পাঠকের মতামত

এইচআরডব্লিউর প্রতিবেদন হাসিনাসহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দাবি করেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ ...

মিয়ানমারে বিদ্রোহী জোটে ভাঙন, যুদ্ধ থামিয়ে জান্তার সঙ্গে হাত মেলাল দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী

মিয়ানমারে গৃহযুদ্ধ থামাতে চীনের কূটনৈতিক তৎপরতার ফল মিলল। বেইজিংয়ের মধ্যস্থতায় বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর ...

মার্কিন সহায়তা স্থগিত:থাই হাসপাতাল ছাড়ছে মিয়ানমারের শরণার্থীরা

বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ইতোমধ্যেই ...

বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ, জানিয়ে দিল ইউএসএআইডি

মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা ...

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন যে তার সংস্থা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে ...