একুশ পদক পেয়ে উচ্ছ্বসিত ফুটবলার উখিয়ার রিপা
নারী ফুটবল দলসহ ১৮ জনকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ...
ইমার্জিং নেশনস এশিয়া কাপের প্রথম ম্যাচে মাত্র ১২৫ রানে গুটিয়ে গেছে হংকং। জিততে হলে নির্ধারিত ৫০ ওভারে ২.৫২ গড়ে ১২৬ রান করতে হবে বাংলাদেশকে।
ছোট লক্ষ্যে খেলতে নেমে স্বচ্ছন্দে এগোচ্ছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভারে বিনা উইকেটে ৩০ রান করেছে মুমিনুল বাহিনী।
সোমবার কক্সবাজারে প্রথমে ব্যাট করে মাত্র ১২৫ রানে অলআউট হয় হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ব্যাটিংয়ের প্রাণভোমরা বাবর হায়াত। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি।
প্রতিপক্ষকে মূলত গুটিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ও অলরাউন্ডার নাসির হোসেন। দু’জনই নিয়েছেন ৩টি করে উইকেট।
পাঠকের মতামত