বললেন জামায়াতে সহকারী সেক্রেটারি মুহাম্মাদ শাহজাহান

বাংলাদেশ জামায়াত ইসলামী প্রশাসনকে সহযোগিতা দিয়ে যাচ্ছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৯/২০২৪ ৮:১৯ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।

সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টায় শুরু হওয়া নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর ফারুক সিরাজী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মাদ শাহজাহান জামায়াতে সহকারী সেক্রেটারী জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি বললেন যে যত বেশী অপরাধ করেছে তারা তত তাড়াতাড়ি পালিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকার ৫৭ জন সেনা আফিসার কে হত্য করেছে বিড়িআর বিদ্রোহের নামে।

তিনি দাবী করেন তাদের শীর্ষ নেতাদের হত্য করা হযেছে।

বিগত সরকারের বিভিন্ন অনিযম দুঃনীতি ভোট কারছুপি সহ নানা বিষয় তুলে ধরেন তিনি।

তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী প্রশাসনকে সহযোগিতা দিযে যাচ্ছে যাবে সব সময়।

প্রশাসনকে বলেন নিরেপেক্ষ পেশা দায়িত্বের সাথে কাজ করার পরামর্শ ও দেন। দলীয় নেতা কর্মীদের উল্লাসিত না হয়ে সমাজের সকলের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার পরামর্শ দেন।

তখনি চুড়ান্ত বিজয় আসবে ইনশাল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা এস এম আব্দুস সালাম আজাদ।

উপজেলা জামায়াতের সেক্রেকারী আবু নাসের এর সঞ্চলায় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্র শিবির সভাপতি কলিম উল্লাহ, মওলানা বসির, জামায়াত ইসলামীর উপজেলা চেয়ারম্যান প্রর্থী রফিক বসরী ,সাবেক ছাত্রনেতা তাওহিদ আজাদ, ডাক্তার শাহ আলম, সাবেক ছাত্রনেতা শহিদুল আলম বাহাদুর, সৌদি প্রবাসি সাবেক ছাত্র নেতা এম এ মান্নান,সাবেক ছাত্রনেতা বদিউল আলম, সভায় জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, জেলাও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সাবেক বর্তমান দায়িত্ব শীল কর্মীরা। কর্মী সম্মেলনে চলাকালীন কলেজ অডিটরিয়ামে কানায় কানায় পূর্ণ হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে দুইজন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের নাম-ঠিকানা ...

মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ দাবিতে উখিয়ায় নার্সদের মানববন্ধন

নার্সদের নিয়ে অসম্মানজনক কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ দাবি ও ...