প্রকাশিত: ১২/০৬/২০১৬ ৪:৩১ পিএম
semaউখিয়া নিউজ ডেস্ক::

বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ অব্যাহত রাখবে মিয়ানমার। কাঁটাতারের বেড়া নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিল মিয়ানমারের বিগত সামরিক সরকার। নোবেল বিজয়ী অং সান সুচির দল ক্ষমতায় গিয়েও এই প্রকল্প অব্যাহত রাখবে বলে জানিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা ‘নিউ লাইট অব মিয়ানমার’ এক সংবাদে বলেছে, প্রেসিডেন্ট দফতরের উপ-মহাপরিচালক জো হেতে বলেছেন, বিগত সরকারের ২০১৬-২০১৭ অর্থবছরের ৪৫ দশমিক ৯ মিলিয়ন ডলারের বাজেট পুনর্মূল্যায়ন করা হয়েছে।
তিনি বলেন, ‘সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বরাদ্দ বাজেট কমানো হয়নি। প্রকল্পটি পুনরায় চালু করা হয়েছে। সব সরকারই সীমান্তে নিরাপত্তার ইস্যুতে গুরুত্বারোপ করে থাকে।’ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ২০০৯ সালে ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হয়। রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের ৬৪ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ এখনও বাকি রয়েছে।
জানতে চাইলে বাংলাদেশের একজন কূটনীতিক শনিবার যুগান্তরকে বলেছেন, সীমান্তে মিয়ানমার কাঁটাতারের বেড়া নির্মাণ করলে বাংলাদেশের কোনো অসুবিধা নেই। কারণ, বাংলাদেশ থেকে কেউ মিয়ানমারে যায় না। বরং মিয়ানমারে নির্যাতনের স্বীকার হয়ে রোহিঙ্গা অনেকেই বাংলাদেশে চলে আসেন।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...