প্রকাশিত: ০৫/০৬/২০১৬ ৭:১২ এএম

imagesশামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া দুই প্রেমিক যুগল উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ৩ জুন রাত আনুমানিক ৮টার দিকে এই খবর নিশ্চিত করেছেন উভয়ের পরিবার।

স্থানীয় সুত্রে জানাযায়- বাইশারী উচ্চ বিদ্যালয়ে পড়–য়া মধ্যম বাইশারী গ্রামের ইউপি সদস্য মো: নুরুল আজিমের পুত্র সায়েদ মোহাম্মদ ওয়াজেদ (ওরফে রোকন) ১৬ এবং একই গ্রামের হাজ্বী আব্দুল আলীম সওদাগরের প্রথম কন্যা হুমাইয়া ইয়াছমিন (ওরফে লক্ষী) ১৬। দীর্ঘ ৩ বৎসর যাবৎ একে অপরকে ভালবেসে আসছিল।

কিন্তু উভয়ের পরিবার বয়স কম হওয়ায় বিয়েতে রাজি হয় নাই। উক্ত ঘটনায় প্রেমিক প্রেমিকা কয়েক দফা পালিয়ে সহ ফাসঁ নেওয়ারও চেষ্টা করে। তারপরও পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় গত শুক্রবার কাউকে না জানিয়ে দুই প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

উভয়ের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানাযায়- দুই জনই মোবাইল ফোনে তাঁরা এক অজ্ঞাত স্থানে আছে বলে নিশ্চিত করেন। উক্ত ঘটনা নিয়ে স্থানীয় গন্যমান্য ও পরিবারের সদস্যদের সাথে সমযতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিয়ের বয়স না হওয়ায় উভয়ের পরিবার দ্বি-ধাদ্বন্দে রয়েছে বলে জানাযায়।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো: আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- যেহেতু নারি সংক্রান্ত ঘটনা উভয়ের পরিবারকে আইন মোতাবেক কাজ করার পরামর্শ দিয়েছেন বলে জানান। দুই প্রেমিক যুগলের উধাও হওয়ার ঘটনায় এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

এই রির্পোট পাঠানো পর্যন্ত দুই প্রেমিক যুগল অজ্ঞাত স্থানে রয়েছে এবং উক্ত স্থান থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখছেন বলে জানাযায়।

পাঠকের মতামত

চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ...

চট্টগ্রাম আদালত এলাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে ...

কক্সবাজারে দুর্নীতির দায়ে আ.লীগ নেতাসহ ৫ জনের নামে মামলা

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন আহমদ সিআইপিসহ ৫ জনের বিরুদ্ধে ...