শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী বাজারে পুলিশের পাতানো জালে এক গাঁজা বিক্রেতা সেলুন মালিক আটক হয়েছে। আটক ব্যক্তি বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা মৃত সুবল হরি দে পুত্র দিলীপ কুমার দে (৩৬)।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান বলেন, বুধবার রাত ৮ টা ১০ মিনিটের সময় উক্ত সেলুন মালিক নিয়মিত গাঁজা বিক্রির সংবাদে পুলিশ নিজেই সোর্সের মাধ্যমে গাঁজা ক্রয় করে। ঐ সময় তাঁকে হাতেনাতে ১০ পুরিয়া গাঁজা সহ আটকের পর জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে দোকানের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা আরো এক কেজি গাঁজা উদ্ধার করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ির থানায় গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে, এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আটক সেলুন মালিক দীর্ঘদিন যাবৎ সেলুন দোকানের আড়ালে নিয়মিত গাঁজা বিক্রি করে আসছিল বলে বাজার পরিচালনার কমিটি সদস্যরা জানায়।
তবে আটক ব্যক্তি দিলীপ কুমার দে সাংবাদিকদের বলেন, সে নিজে গাঁজা সেবনের জন্য ঈদগড় এলাকা থেকে নিয়ে আসছিল।