প্রেস বিজ্ঞপ্তি::
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উখিয়া উপজেলা সংসদের বিশেষ প্রার্থনা অনুষ্ঠান গত ২০ আগস্ট শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উখিয়া মহাকাল ভৈরব মন্দিরে অনুষ্ঠিত হয়। বাগীশিক কক্সবাজার জেলা সংসদের প্রধান পৃষ্টপোষক ডাঃ বিনয় পাল এর মাতা বাগীশিকের বিভিন্ন সংসদ হতে রতœাগর্ভা উপাধি প্রাপ্ত শ্রীমতি লক্ষ্মীপাল এর রোগমুক্তি কামনায় এই প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে শ্রীমতি লক্ষ্মীপাল চট্টগ্রামের ডেলটা হাসপাতালে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আছেন। প্রার্থনা অনুষ্ঠানে শ্রী শ্রী গীতা পাঠ ও সমবেত উপসনা শেষে উপস্থিত সকলে তার রোগ মুক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। উক্ত প্রার্থনা উপস্থিত ছিলেন বাগীশিক উখিয়া উপজেলা সংসদের সভাপতি শ্রীমতি বেবী প্রভা দে, নির্বাহি সদস্য রতন কান্তি দে, সহ-সভাপতি জয়দীপ রুদ্র রিপন, সাধারণ সম্পাদক অমল ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক রাজীব আইচ, গোপাল কৃষ্ণ ধর, সুজন দেবনাথ, রাজাপালং ইউনিয়ন সংসদের সভাপতি বিমল চক্রবর্তি, সহ-সভাপতি কাজল আইচ, সাধারণ সম্পাদক পিপলু চন্দ্র দে, ইমন মল্লিক বাবু, সুকান্ত সেন, রাহুল বিশ্বাস, কাজল বিশ্বাস সহ উপজেলা ও ইউনিয়ন সংসদের নেতৃবৃন্দ ও গীতা স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার ক্যাম্প-৪ ডাব্লিউতে পুড়ে গেছে তিনটি ...
পাঠকের মতামত