প্রকাশিত: ১২/০৫/২০১৬ ৭:৪৭ এএম

mamlaসেলিম উদ্দিন, ঈদগাঁও::
বাদী চিনেন না আসামীকে। তারপরও নারী ও শিশু অপহরণ মামলার সে ৩ নং আসামী। মামলার এজাহারে উল্লেখিত আসামীর নাম দেখে রিতীমত হতবাক বাদী ও আসামীসহ এলাকাবাসী। এমনতর ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার খুটাখালীতে। এ ঘটনার অধিকতর তদন্তপূর্বক  মূলরহস্য ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

অভিযোগে জানা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দরগাহপাড়ার শামসুল আলমের কন্যা রুবি আকতার (১৪) কে গত ১৪ এপ্রিল জোর পূর্বক অপহরণ করে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এঘটনায় শামসুল আলমের স্ত্রী কামরুন্নাহার গত ১৯ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালত কক্সবাজারে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ৭ তারিখ ০৩/০৫/২০১৬ ইং। বিজ্ঞ আদালত  মামলাটি দতন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য চকরিয়া থানার উপ পরিদর্শষক এসআই মাহবুবুর রহমানকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে চকরিয়া থানা পুলিশ কয়েক দফে মামলার ৩ নং আসামী ইউনিয়নের মাইজ পাড়ার মৃত লোকমান হাকিমের পুত্র মো: শাহাজান প্রকাশ বেলালের বাড়িতে অভিযান চালায়। অভিযানের পর শাহজান জানতে পারে তার নামে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। এ খবর শুনে থ বনে যায় শাহজান। খবরাখবর নিয়ে গত বুধবার বাদীনি কামরুন্নাহারের দ্বারস্থ হলে বাদীনি অকপটে স্বীকার করে তাকে সে আসামী করেনি। এসময় শাহজান তার নাম কে দিতে পারে উল্লেখ করলে বাদীনি কামরুন্নাহার তার মামলার মুন্সি বাবর উদ্দিন প্রকাশ শুক্কর ভাল জানবেন বলে জানায়।

মামলার আসামী শাহজান প্রকাশ বেলাল জানায়, ঘটনার দিন সে ব্যবসায়ীক কাজে চট্টগ্রামে ছিল। এরই মধ্যে মামলার খবর পেয়ে সে বাদীনির সাথে যোগাযোগ করে মুন্সি বাবরের মুন্সিয়ানার খবর পান। তার অভিযোগ গত কিছুদিন পূর্বে মুন্সি বাবরের সাথে তার জমি জমার বিরুদের ঘটনা ঘটে। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তাকে নারী ও শিশু নির্যাতন মামলায় আসামী করা হয়েছে। এ ঘটনায় তার নুন্যতমও সম্পর্ক নেই বলে তিনি দাবী করেন।

এদিকে বাদীনির মুখ জবান ধারণ করার হয়েছে জানিয়ে মিথ্যা মামলায় অভিযুক্ত শাহজান  জানায় বাদীনি পরিস্কার ভাষায় বলেছেন তার নামে তিনি মামলা করেননি। বিষয়টি খতিয়ে দেখে মিথ্যা মামলা থেকে তাকে রেহায় দেয়ার জন্য সংশ্লিষ্ট থানা ও এসপি সার্কেলের হস্থক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

যুক্তরাজ্যের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক আকবর হোসেন

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিবিসি প্রতিনিধি আকবর হোসেন মজুমদার। রবিবার ...

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ...