প্রকাশিত: ২১/০৮/২০১৬ ৭:৫৯ এএম

1966276_677883385609088_1997475316_oবান্দরবান প্রতিনিধি ::

বান্দরবানে রামজাদি দর্শনে যাওয়া বান্দরবান সরকারি কলেজের অর্থনীতি বিভাগের এক সহযোগী অধ্যাপক এবং স্ত্রী-সন্তানসহ ১২ স্বজনকে চরমভাবে নাজেহাল করেছেন যুবক ভান্তেরা। দর্শনার্থীদের রামজাদিতে প্রবেশ ও পরিদর্শনের জন্য জনপ্রতি ১৫ টাকা হারে আদায় করা সত্ত্বেও তাঁরা পূজারি না হওয়ার কারণে নাজেহাল হন বলে গুরুতর অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ আগেও ঢাকা থেকে পরিবার সমেত বান্দরবানে বেড়াতে আসা একজন যুগ্ম জেলা জজ একই রামজাদিতে নাজেহাল হয়েছেন বলে জানা গেছে।

বান্দরবান সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক অভিযোগ করেন, তিনি গত বৃহস্পতিবার বিকেল ৪টায় স্ত্রী, সন্তান-সন্ততিসহ ১২ স্বজনকে সাথে নিয়ে জেলা সদরের অদূরে রামজাদিতে যান। জাদিতে উঠার জন্যে জনপ্রতি ১৫ টাকা হারে ফি জমা দিয়ে যথারীতি টিকিটও সংগ্রহ করেন। উঁচুসিড়ি বেয়ে জাদি প্রাংগনে পৌঁছা মাত্রই সেখানে দায়িত্বরত ৪/৫জন যুবক ভান্তে বা লাল কাপড় পরিহিত যুবক অধ্যাপকসহ ১২জন দর্শনার্থীর সাথে চরম অশালীন আচরণ করেন। তারা এক পর্যায়ে এ ১২জন দর্শনার্থীকে গলাধাক্কা দিয়ে জাদি থেকে বের করে দেন এবং দ্রুত নিচে নামিয়ে দেন। নিজের পরিচয় প্রদান করার পরও অধ্যাপকসহ অন্যদের সাথে অশালীন উক্তি করেন যুবক ভান্তেরা।গত সপ্তাহে একই জাদিতে পরিবারের সদস্যসহ পরিদর্শনে যাওয়া ঢাকার একজন যুগ্ম জেলা জজও একই কায়দায় যুবক ভান্তেদের হাতে নাজেহাল হন বলেও গুরুতর অভিযোগ রয়েছে। নাজেহাল হওয়া বান্দরবান সরকারি কলেজের অধ্যাপক এ ঘটনার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ ও সমাজ নেতাদের কাছে জানিয়েছেন।

জেলা শহরের সচেতন নাগরিকরা রামজাদিতে সংঘটিত দর্শনার্থীদের নাজেহাল বিষয়ক ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রামজাদির পরিচালক ও গুরু ভান্তের ল্যান্ড ফোনে একাধিকবার রিং করার পরও সেই নাম্বারটি কেউ রিসিভ করেননি।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...