শামীম ইকবাল চৌধুরী,বান্দরবান থেকে::
বান্দরবানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ আগষ্ট) বিকালে প্রেস ক্লাব চত্বরে আওয়ামী লীগের গঠিত বান্দরবানে জেলা সন্ত্রাস বিরোধী কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
জেলা সন্ত্রাস বিরোধী কমিটির সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ও বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, সন্ত্রাস বিরোধী কমিটির সদস্য সচিব একেএম জাহাঙ্গীর, পৌর মেয়র ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষি পদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর,বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের নেতা পাইলং মারমা, নাইক্ষ্যংছড়ি উপজেলা সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধ কমিটির সভাপতি ও আওয়ামীলীগের সিনিয়র নেতা অধ্যাপক মোঃ শফি উল্লাহ, সদস্য সচিব মোঃ জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তছলিম ইকবাল চৌধুরী, বাজার জামে মসজিদের খতিব এহসানুল হক আল মঈন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ আজ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পাহাড়ের মানুষ শান্তি চায়। যারা শান্তি প্রিয় বান্দরবানকে অশান্ত এবং দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তাদের প্রতিহত করতে হবে। এ সন্ত্রাসীরা দেশের ও জনগণের শত্রু।
আরো বলেন, তিন পার্বত্য জেলার উন্নয়নকে অস্ত্রধারী সন্ত্রাসীরা বাঁধা গ্রস্থ করতে চায় এবং পাহাড়ী বাঙ্গালীদের মধ্য সংঘাত বাধিয়ে দিয়ে তারা ফায়দা লুটতে চায় তাদের প্রতিহত করা হবে। সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্র নশ্চাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০২১ এবং ক্ষুদা, দারিদ্র মুক্ত স্বনির্ভর বাংলাদেশ বির্নিমানে এগিয়ে আসার আহবান জানান।
গণসমাবেশে জেলার সাত উপজেলার সন্ত্রাস বিরোধী কমিটির নেতৃবৃন্দ’সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশের আগে স্থানীয় রাজার মাঠ থেকে জেলার সাত উপজেলার মধ্যে নাইক্ষ্যংছড়ি সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ ও সদস্য সচিব মোঃ জসিম উদ্দীনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল জেলা শহরের বাস ষ্টেশন হয়ে রাজার মাঠ দিয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পাঠকের মতামত