বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় জেলার হাফেজঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।যাদের গ্রেফতার করা হয়েছে- টেকনাফের নাইট্যং পাড়ার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ শাকের (২২) এবং কক্সবাজারের উখিয়ার মো. সুলতানের ছেলে শহিদুল ইসলাম (২৩)।বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ।তিনি জানান, বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাশ ও বিকাশ রুদ্র এর নেতৃত্বে পুলিশের দুটি দল জেলার মেঘলা ও হাফেজঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত