প্রকাশিত: ২৩/০৮/২০২১ ৮:৫৮ এএম

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে পাহাড়ের সব পর্যটন কেন্দ্র খুললেও সমাগম খুবই কম। গত তিন দিনেও পাহাড়ের পর্যটন ও বিনোদনকেন্দ্রে পর্যটকের আনাগোনা তেমন ছিল না।

সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন খাতকে ঘুরে দাঁড়াতে দীর্ঘ সময় লাগবে। তবে পর্যটন ব্যবসায় দীর্ঘদিন মন্দা থাকলেও দীর্ঘ সময়ের বিরতিতে পাহাড়ে যেন প্রাণ ফিরে এসেছে। যেসব পর্যটন ও বিনোদনকেন্দ্রের জায়গায় মানুষ ভিড় করতে করতে দূষণ বাড়িয়েছিল, সেখানে এখন পাহাড়ের প্রাণ-প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে।

শনিবার জেলার কয়েকটি পর্যটন ও বিনোদনকেন্দ্র ঘুরে দেখা গেছে, পর্যটন স্পটগুলোতে পর্যটকদের তেমন আনাগোনা নেই।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী বলেন, শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে সরকারি নির্দেশনা মেনে জেলার সকল পর্যটন কেন্দ্র, হোটেল মোটেল গেস্ট হাউজ খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণ করতে পারবে। সরকারি স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে।

পাঠকের মতামত

পর্যটনে সেন্টমার্টিনের বিকল্প হতে চায় কুতুবদিয়া দ্বীপ!

বঙ্গোপসাগরে অবস্থিত কক্সবাজার জেলার অন্তর্গত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া। দ্বীপটি বাতিঘরের দ্বীপ নামে ও পরিচিত। ...

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...