প্রকাশিত: ২২/০৯/২০১৬ ৭:৫৪ এএম
বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে বরখাস্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ ও পার্বত্য গণপরিষদের সভাপতি আতিকুর রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল বুধবার দুপুরে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দুজনকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।
আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে তোফাইলের একদিন এবং আতিকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী আবু জাফর জানান, ‘তোফাইল ও আতিকের জামিনের আবেদন করা হয়েছিল। কিন’ আদালত জামিন আবেদন মঞ্জুর করেননি। পুলিশ আসামিদের সাতদিন করে রিমান্ডের আবেদন করলেও দীর্ঘ শুনানি শেষে আদালত বরখাস্ত চেয়ারম্যান তোফাইলের অসুস’তার বিষয়টি মাথায় রেখে তার একদিন ও আতিকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।’
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত রবিবার রাতে জেলা শহরের কাসেম পাড়ায় একটি বাড়িতে নাশকতার পরিকল্পনাকল্পে বৈঠক চলাকালীন অভিযান চালিয়ে জামায়াত নেতা ও তৎকালীন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ (৪৪) এবং পার্বত্য গণপরিষদের জেলা সভাপতি আতিকুর রহমানকে (৪৫) আটক করা হয়।
এদের বিরুদ্ধে সদর থানায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক শেখ লিয়াকত আলী বাদি হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...