প্রকাশিত: ০৩/০৭/২০১৬ ১০:৩৯ এএম

21310_thumbM_35ডেস্ক রিপোর্ট ::

ঢাকার গুলশানের এক  রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত বনানী থানার ওসি সালাউদ্দিন বান্দরবানের রুমা উপজেলার বম সমপ্রদায়ের জামাতা। রুমায় তিনি জামাই বাবু হিসেবে পরিচিত। রুমা উপজেলার লাল নাগ বমপাড়ার বম সমপ্রদায়ের মেয়ে লাল রিম কিমকে বিয়ে করেন সালাউদ্দিন। তার মৃত্যুতে বান্দরবানের বম সমপ্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে রুমার ব্যাথেলপাড়া ও লাল নাগপাড়া থেকে তার আত্মীয়-স্বজনরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ১৯৮৯ সালে ওসি সালাউদ্দিন বান্দরবানের রুমা থানার এস আই হিসেবে যোগদান করেন। সেখানে দায়িত্ব পালনের সময় রুমা সদরের লাল নাগ বমপাড়ার স্কুলশিক্ষক লাল দু সাং বানদিরের মেয়ে লাল রিম কিমের সঙ্গে তার পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে লাল রিম কিমকে বিয়ে করে সালাউদ্দিন ঢাকায় বদলি হয়ে চলে যান। বম সমপ্রদায়ের মেয়েকে বিয়ে করার কারণে সালাউদ্দিন রুমা উপজেলার বমদের কাছে ‘বম জামাই’ হিসেবেই  বেশি পরিচিত ছিলেন। তার মৃত্যুতে রুমা উপজেলায় এখন শোকের ছায়া নেমে এসেছে। বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম জানান, বম সমপ্রদায়ের বিভিন্ন উৎসবে সালাউদ্দিন তার পরিবার পরিজন নিয়ে রুমায় প্রতিবছরই  বেড়াতে আসেন। জামাই হওয়ার কারণে বম সমপ্রদায়ের লোকজনও তাকে অনেক বেশি ভালোবাসতেন। মিডিয়ায় তার ওপর সন্ত্রাসী হামলার খবর দেখে হঠাৎ মৃত্যু যেন মেনে নিতে পারছে না রুমার লোকজন। এদিকে ওসি সালাউদ্দিনের মৃত্যুতে রুমার বম সমপ্রদায়ের গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

পাঠকের মতামত

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সভাপতি মোঃ হোবাইব -সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত

লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ...