ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০১/২০২৫ ৯:৩১ এএম , আপডেট: ২৩/০১/২০২৫ ১০:০৬ এএম

মেয়াদ শেষ হওয়ায় কারণে বান্দরবানে তিনটি ইউনিয়নের চেয়ারম্যানদের বাতিল করা হয়েছে। এসব শূন্যস্থানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফের এক স্বাক্ষরিত মাধ্যমে এসব তথ্য জানানো হয়। পরিষদগুলো হলোÑ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর, সোনাইছড়ি ও ঘুমধুম।
প্রজ্ঞাপনে বলা হয়- স্থানীয় সরকার আইন অনুযায়ী বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন সদর, সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের সরকারি কর্মকর্তা/শিক্ষকদের প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যানের পরিবর্তে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সদর যুব উন্নয়নের কর্মকর্তা মাহবুব ইলাহী, সোনাইছড়ি ইউনিয়নের উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতণ চাকমা ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের উপজেলার সমবায় কর্মকর্তা ক্যবুহ্রী মারমা। এ ছাড়াও ওয়ার্ড সদস্য হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পাশাপাশি কৃষি কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়।
৫ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পর পালিয়ে যায় দলের অঙ্গসংগঠনের নেতাসহ জনপ্রতিনিধিরাও। এরপর থেকে দীর্ঘমাস ধরে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি চেয়ারম্যান না থাকায় জনগণের সেবা পেতে ব্যাঘাত ঘটছিল। বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল ইউনিয়ন পর্যায়ের জনসাধারণ। জনগণের সেবার মান নিশ্চিত করতে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় চেয়ারম্যানদের বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। যাতে সেসব ইউনিয়নের জনগণরা সেবা থেকে বঞ্চিত না হন। তাছাড়া এখন নতুন ভোটারদের হালনাগাদ চলমান রয়েছে। তাই সবকিছু বিবেচনা করে এই প্রজ্ঞাপন দিয়েছে স্থানীয় সরকার

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...