প্রকাশিত: ২৭/০৫/২০১৬ ১১:২৭ পিএম

Comilla-top20160527154214শিগগিরই বাবা হতে যাচ্ছেন প্রবীণ রাজনৈতিক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। আগামী ৩১ মে রেলমন্ত্রীর ৬৯তম জন্মদিন। আর এই শুভ দিনেই তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভব্য তারিখ দিয়েছেন ডাক্তাররা। দিন-তারিখ যাই হউক আদরের সন্তানের মুখ দর্শনে এখন অপেক্ষার প্রহর গুণছেন রেলমন্ত্রী মুজিবুল হক এবং তার স্ত্রী অ্যাড. হনুফা আক্তার রিক্তা।

জানা যায়, রেলমন্ত্রীর সন্তান সম্ভাবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি সপ্তাহের যে কোনো দিন রেলমন্ত্রীর জন্য বহু কাঙ্ক্ষিত এ সুখবর আসতে পেতে পারে বলে রেলমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

তবে এ বিষয়ে রেলমন্ত্রী মুজিবুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু রাজনীতির পেছনে ছুটে চলা জনপ্রিয় এই ব্যক্তি তার জীবনের ৬৭টি বসন্ত অতিক্রম করেছেন। গত ২০১৪ সালের ৩১ অক্টোবর চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন তিনি। তার ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবুল হকের হকের ৬৯তম জন্মদিনে তার পরিবারে আরো এক নতুন অতিথির আগমনের মধ্যদিয়ে এ দিনটি আরো আনন্দঘন হয়ে উঠবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রীর স্বজন ও সমর্থকরা।

পাঠকের মতামত

নির্বাচন কমিশন গঠন, নতুন সিইসি কক্সবাজারের সন্তান সাবেক সচিব নাসির উদ্দীন

কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ ...