ছেলে সন্তানের বাবা হলে বাংলাদেশ দলের তরুণ পেসার তাসকিন আহমেদ। নিজের ফেসবুক পেজে সন্তান এবং স্ত্রীর ছবিসহ একটি সেলফি পোস্ট করেছেন তিনি।
তাসকিন তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মাই বয়’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই পোস্টে অনেক ভক্তরা অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন।